আনোয়ারায় ৫৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ হচ্ছে
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় ৫৯০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে যৌথভাবে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই হয়েছে।
২২ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রাকৃতিক গ্যাস অথবা এলএনজি দিয়ে চলবে। গ্যাসে চালানো হলে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ২ দশমিক ৯৫ টাকা (৩ দশমিক ৬৮৬৭ ইউএস সেন্টস্) এবং এলএনজি তে ৫ দশমিক ৪৪ টাকা (৬ দশমিক ৮০৪৩ ইউএস সেন্টস্)।
চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২৮শে জানুয়ারি কেন্দ্রটির উৎপাদনে আসার কথা। কেন্দ্রটির ৬০ শতাংশের মালিক ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড, ২০ শতাংশের মালিক জাপানের প্রতিষ্ঠান কাইশু ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি ইনকর্পোরেশন এবং বাকি ২০ শতাংশ অংশের মালিক শোজিট কর্পোরেশন, জাপান। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে প্রায় ১২ দশমিক ৫ একর জমিতে নির্মিত হবে এ বিদ্যুৎ কেন্দ্র।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎখাতের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকাকে সবসময়ই গুরুত্ব দেয়া হয়েছে। এরই ফলে বিদ্যুৎখাতে নতুন নতুন প্রযুক্তি এসেছে। বেসরকারিভাবে শুধু বিদ্যুৎ উৎপাদন নয় আধুনিকায়নও হচ্ছে।
ইউনাইটেড এর ৫৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি হবে সবচেয়ে বড়। সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও এতো আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এজাতীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেনি, যার উদ্যোগ নিল ইউনাইটেড গ্রুপ।
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ বলেন, দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নে আনোয়ারা ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বড় ভুমিকা রাখবে।
পিপিএ তে বিউবোর পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ ও ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ সই করেন।