আন্তঃনদী সংযোগে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ  বিপর্যয়ের মুখে পড়বে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এনডিএফ (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট)।আয়োজিত সেমিনারে বক্তারা এ আশংকার কথা বলেন।
অনুষ্ঠােন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফের মহাসচিব আলমগীর মজুমদার। তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৫৭টি ছোট বড় আন্তর্জাতিক নদী রয়েছে। ভারত বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি নদীর মুখ ঘিরে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন  করতে যাচ্ছে।  এর মাধ্যমে বাংলাদেশ থেকে এসব নদীর পানি প্রত্যাহার করে নেবে তারা। পাশাপাশি শুকনো মওসুমে বন্ধ করে দেবে ব্রহ্মপুত্রের পানি প্রবাহ। বাংলাদেশের ৭০ ভাগ পানির উৎসই এই ব্রহ্মপুত্র। তাই এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ বিপদে পড়বে।
সেমিনারে আরো জানানো হয়, বাংলাদেশকে মাত্র ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রদানের আশ্বাসের  ব্রহ্মপুত্রের মুখে একাধিক ড্যাম ও ব্যারেজ  নির্মাণের পায়তারা করছে ভারত।
এই নদকে ঘিরে ১২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলছে। এর মাধ্যমে ৩৩টি রিজার্ভারের মাধ্যমে ৫০ লাখ কিউসেক পানি প্রবাহ থেকে বাংলাদেশকে বঞ্চিত করতে সমর্থ হবে তারা।