আন্তর্জাতিক বাজারের তেলের দামের ১০শতাংশ হবে সমুদ্রের গ্যাসের দাম: পিএসসি’র খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে সমুদ্রের গ্যাসের দাম নির্ধারণ হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগামী আগস্ট মাসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হতে পারে।
প্রধানমন্ত্রীর কাছে আজ বুধবার উৎপাদন অংশীদারী চুক্তি (পিএসসি) খসড়া উপস্থাপন করেছে পেট্রোবাংলা।

সেখানে নতুন পিএসসি’র সংশোধনীসহ নানা বিষয় উপস্থাপন করা হয়।
এবার পিএসসিতে সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনোয়োগ আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে নানা সুবিধা।

একমাস আগে প্রধানমন্ত্রী খসড়া অনুমোদন দিয়েছেন বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য খসড়া পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া পেট্রোবাংলার একজন কর্মকর্তা এনার্জি বাংলাকে বলেন, উৎপাদন অংশীদারী চুক্তির বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুনভাবে সাজানো হচ্ছে উৎপাদন অংশীদারী চুক্তি।
নতুন পিএসসিতে গ্যাসের দাম নির্ধারণ করা থাকবে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের সাথে ওঠানামা করবে এখানে গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারের এক ব্যারেল তেলের যে দাম হবে তার ১০ শতাংশ হবে এক ইউনিট গ্যাসের দাম। অর্থাৎ এক ব্যারেল তেলের দাম যদি হয় ৮০ ডলার তবে এক হাজার ঘনফুট গ্যাসের দাম হবে আট ডলার। যদি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে যায় তবে এখানেও গ্যাসের দাম সেই অনুপাতে কমে যাবে। আবার একই অনুপাতে বাড়বে।

সূত্র জানায়, এলএনজির দাম যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় এখানেও অনেকটা সেই পদ্ধতিতে হবে।এবারের পিএসসিতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।
এছাড়া বিনিয়োগকারি কোম্পানির জন্য মালিকানার অংশ নির্ধারণে নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে গ্যাসের উৎপাদনের উপর ভিত্তি করে মালিকানা নির্ধারণ হতো। এবার খরচের উপর নির্ভর করে মালিকানা নির্ধারণ হবে। প্রথম চার বছর বিনিয়োগকারী কোম্পানির অংশ বেশি থাকবে। পরের ১৬ বছর পর্যায়ক্রমে পেট্রোবাংলার মালিকানা বেশি হবে। প্রথম চার বছর গভীর সমুদ্রে ৩৫ ভাগ আর অগভীরে ৪০ ভাগ মালিকানা থাকবে পেট্রোবাংলার।

বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট মাসে দরপত্র আহবান করা হলে তার প্রক্রিয়া শেষ করতে কমপক্ষে আট থেকে নয় মাস লেগে যাবে। সেক্ষেত্রে বর্তমান সরকারের সময় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব নাও হতে পারে।