আন্তর্জাতিক বাজারে আবারো তেলের দাম বেড়েছে
কয়েকদিন আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত দরপতনের মুখে আজ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৩৮ সেন্ট বেড়েছে। নাইজেরিয়া ও লিবিয়া থেকে তেলের সরবরাহ আবার শুরু হওয়ার কারণে এই দাম বাড়লো।
ব্রেন্ট অপরিশোধিত তেলের বাজার দর হয়েছে ব্যারেল প্রতি ৪৬ ডলার ২৩ সেন্ট। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই এর বাজার দর ২৫ সেন্ট বেড়ে হয়েছে ৪৩ ডলার ৮৩ সেন্ট। এর বৃদ্ধির পরিমাণ দশমিক ৬ শতাংশ। বুধবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দর পড়েছিল প্রায় ৩ শতাংশ।