আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম নিন্মমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। টানা কয়েক মাস জ্বালানি তেলের দাম নিয়ে অস্থিরতা চলছে।
আন্তর্জাতিক বাজারে শেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৪৬ সেন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে লেনদেন হয়েছে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৫৮ ডলারে। এছাড়া ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪১ সেন্ট কমে ব্যরেলপ্রতি ৬৪ ডলার ৯০ সেন্ট হয়েছে। এর আগে গত বুধবার মূল্য বেশ খানিকটা কমে গিয়েছিল।