আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বেগে আছেন বিনিয়োগকারীরা। যার প্রভাবে কমতে শুরু করেছে তেলের দাম।

আগামী জুলাইয়ে সরবরাহ করা হবে এমন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গত সপ্তাহে (৩১ মে সমাপ্ত)। একইভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ৬ দশমিক ১১ শতাংশ।
সিনহুয়া জানিয়েছে, গত সপ্তাহে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডব্লিউটিআইয়ের বাজারমূল্য ছিল ব্যারেলপ্রতি ৫৩ দশমিক ৫০ মার্কিন ডলার। অন্যদিকে একই সময়ে লন্ডন ফিউচার্স এক্সচেঞ্জে ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ছিল ব্যারেলপ্রতি ৬৪ দশমিক ৪৯ মার্কিন ডলার। যদিও চলতি বছর পর্যন্ত ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের মূল্য যথাক্রমে ১৭ দশমিক ৮২ শতাংশ এবং ১৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছিল। গত সপ্তাহের পুরো সময় ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের বাজার মোটামুটি একই অবস্থার মধ্যেই ছিল। তেলের এ মূল্যহ্রাস এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর বাণিজ্য উত্তেজনার মধ্যে তেল ব্যবসায়ীরা কতটা উদ্বেগে আছেন। এই দুই দেশের বাণিজ্য সংকটের ফলাফল বিশ্ব অর্থনীতিকে মন্থর করে ফেলতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার মেক্সিকোর সব পণ্যের ওপর ৫ শতাংশ করে শুল্কারোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ই জুন থেকে এটা কার্যকর হবে।