আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশেও পুননির্ধারণ হবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল পর্যায়ে এলেই দেশের বাজারে তেলের দাম পুনর্নিরধারণ করা হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও স্থিতিশীল নয় বলে তিনি উল্লেখ করেন।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও উঠানামা করছে। কোনদিন জ্বালানি তেলের দাম ২০ ডলার কমে তো, পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় গত ৩রা নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশেও কমানো হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে দাম কমানোর প্রস্তাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য সমর্থন করে বলেছেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, সেটি আমারও বক্তব্য।
নভেম্বর মাস জুড়েই আন্তর্জাতিক বাজারে অল্প অল্প করে জ্বালানি তেলের দাম কমছে।