আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় দাম বেড়েছে। বিশ্ববাজারে দাম বাড়াতে গত বছর কয়েক দফায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানি কমিয়েছে ওপেক এবং সহযোগী দেশগুলোর জোট ওপেক প্লাস। ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বেড়ে ৭৮ ডলার ৮৫ সেন্টে বিক্রি হচ্ছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ-নিমেক্সে দাম বেড়েছে ২৭ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৩ ডলার ৫৮ সেন্টে।