আফসার উদ্দিন হলেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী আবসার উদ্দিন আহমেদ।
আবসার উদ্দিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর প্রধান প্রকৌশলী (উৎপাদন) ছিলেন।
আট বছর পর বাংলাদেশ এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদ পেল। এতদিন এই পদ ভারতের ছিল।
চুক্তি অনুযায়ী, প্রতি আট বছর পর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন হবে। এতদিন বাংলাদেশ চেয়ারম্যান ছিল। আর ব্যবস্থাপনা পরিচালক ভারতের। এখন থেকে আমার আট বছর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক থাকবে আর চেয়ারম্যান থাকবে ভারতের।
বাংলাদেশ অর্থাৎ বিদ্যুৎ বিভাগ বাংলাদেশের যে কোনো নাগরিককে এই পদে নিয়োগ দিতে পারবে। একইভাবে নিয়োগ দেবে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়।
বিআইএফপিসিএল রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।
বাংলাদেশ-ভারত যৌথ অংশীদারিত্বে এই কোম্পানি গঠন করা হয়েছে।