তেলের দাম কমল: ওপেক জরুরী বৈঠক করবে

আবারো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ৬ শতাংশ কমে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৩১ ডলার ৪৩ সেন্ট-এ। যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন।
এদিকে তেলের দাম নিয়ন্ত্রণে ওপেক জরুরী বৈঠক ডেকেছে। বিবিসিকে ওপেক প্রেসিডেন্ট ইনামুল ইব্রাহিম কাচিকাও জানিয়েছে, মার্চ মাসের প্রথমদিকে ওপেকের জরুরী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
একদিকে উৎপাদন কম ও ডলারের দাম বেশি। অন্যদিকে তেলের চাহিদা বেশি হওয়ায় তেলের দাম প্রতিনিয়ত কমছে।
ইউরোপিয় ইউনিয়ন বলছে, ভবিষ্যতে এই দর আরও কমবে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে ভবিষ্যতে আরও কমবে জ্বালানি তেলের দাম।
আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার এ দরপতনের পরপরই চীনের শেয়ারবাজারের সূচকে বড় ধরনের ধস নামে। কয়েকটি সূচকে দরপতন হয়েছে ৫ শতাংশ পর্যন্ত। বিনিয়োগে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। তবে মঙ্গলবার সকাল থেকে আবার স্থির হতে শুরু করেছে সূচক। রফতানি বাড়ায় গত সপ্তাহেই ইউয়ানের মান কমানোর পদক্ষেপ নিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। তবে তেলের দাম কমায় তুলনামূলক কম প্রভাব পড়েছে যুক্তরাস্ট্রের পুঁজিবাজারে।