আবাসনখাতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ না করার দাবি

বিদ্যুৎ সংকটের কথা বলতে গিয়ে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট আবাসন খাতে আরোপ না করার  দাবি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, হাউজিং সেক্টরে ১৫ পারসেন্ট ভ্যাট আরোপ করা হয়েছে। এটা হলে দাম বেড়ে যাবে। আমরা চাইছি এটা প্রত্যাহার করা হোক।

বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ পারিবারিকভাবে আবাসন ব্যবসায়ী। হামিদ রিয়েল এস্টেট কন্সট্রাকশন লিমিটেড তার প্রতিষ্ঠান। তিনি আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের সভাপতি ছিলেন।

চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান অচীরেই হচ্ছে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে বিদ্যুৎ সমস্যা থেকে বেড়িয়ে আসতে পারব।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ‘বিলিয়ন বিলিয়ন’ ডলার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এ মুহূর্তে পাবেন না; পেতে হলে আরো অনেক দূর যেতে হবে। ট্র্যাডিশনাল মেথডে বিদ্যূৎ বিভাগ চলবে না বলে জানান তিনি।
এলপিজি ও এলএনজির ওপর প্রস্তাবিত ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন,এটা হলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।

১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে বিদ্যূৎ বিল সাত শতাংশ বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।