আবাসিকে আর গ্যাস সংযোগ নয়: নসরুল হামিদ

আবাসিকে পাইপলাইনে আর গ্যাস সংযোগ থাকছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নতুন করে আর কোনো বাসা-বাড়িতেই গ্যাসের সংযোগ দেয়া হবে না। এছাড়া যেগুলো রয়েছে সেগুলোও দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দেয়া হবে।

এক্ষেত্রে রান্নার জন্য এলপি গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।