আবাসিকে আর মোটেও গ্যাস সংযোগ নয়

আবাসিক গ্রাহকদের নতুন করে আর গ্যাস সংযোগ দেয়া হবে না। এমন কি এক বাড়িতে নতুন চুলা বাড়াতে চাইলেও তার আর অনুমোতি দেয়া হবে না।
গত এপ্রিল মাসে জ্বালানি বিভাগে অনুষি।টত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সকল গ্যাস বিতরণ কোম্পানির জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে গত বৃহষ্পতিবার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানি (তিতাস গ্যাস) কর্তৃপক্ষ তাদের সকল আঞ্চলিক কার্যালয়ে চিঠি দিয়ে নতুন করে সংযোগ না বাড়ানোর আদেশ দিয়েছে।

গত জানুয়ারি থেকে অলিখিতভাবে বাসাবাড়ির গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে বৈঠক করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে যেসব সংযোগের জন্য অনুমোদন দেয়া আছে তা পর্যায়ক্রমে দেয়া হবে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান এনার্জি বাংলাকে বলেন, মন্ত্রনালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি। নতুন করে আর গ্যাস সংযোগ দেয়া হবে না। এই আদেশ সকল বিতরণ কোম্পানির জরন্য দেয়া হয়েছে। তিনি বলেন, যারা অবৈধ সংযোগ বৈধ করার আবেদন করেছেন তাদের সংযোগ পর্যায়ক্রমে দেয়া হবে। আর গ্যাস সংযোগ দেয়ার উচ্চপর্যায়ের যে কমিটি আছে সেই কমিচির অনুমেদান পেলে সংযোগ দেয়া হবে।