আবাসিকে গ্যাস সংযোগের পরিকল্পনা: কমিটি গঠন
আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ দেয়া পরিকল্পনা করা হচ্ছে। একই মাথে আমদানি করা তরল বোতল গ্যাস (এলপিজি) ও তরল গ্যাস (এলএনজি) এর দাম নির্ধারণ করা হবে।
এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।
সূত্র জানায়, এলপিজি ও এলএনজির দাম নির্ধারণ এবং গৃহস্থালীতে নতুন সংযোগ দেয়ার বিষয়ে পর্যালোচনা করবে এই কমিটি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মিজানুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।
কমিটিতে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) একজন করে কর্মকর্তা আছেন।
আবাসিক গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে নীতিগতভাবে সবপক্ষই একমত। তবে দেশজ গ্যাসের সংকটের মধ্যে এলএনজি আমদানি করা হচ্ছে। এলএনজি আমদানি এবং রেশনিং করে বিভিন্ন খাতে গ্যাস সরবরাহ করার পরও দৈনিক গ্যাস ঘাটতি প্রায় ১০০ কোটি ঘনফুট। তবে আগামী মার্চ-এপ্রিলে সামিট গ্রুপের এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। সামিটের ভাসমান টার্মিনাল থেকে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।