আবাসিকে সাতদিন, শিল্পে ২৮ দিনে বিদ্যুৎ সংযোগ
বিদ্যুতে আবাসিক সংযোগের জন্য আবেদনের সাত দিনের মধ্যে এবং শিল্প সংযোগ ২৮ দিনের মধ্যে দেবে আরইবি।
শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সমিতির ব্যবস্থাপক (কারিগরি) সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনীতে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন সংযোগ দেয়ার জন্য এই সময় বেধে দেন।
‘সহজ করব পদ্ধতি, দ্রুত দিব সংযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে আরইবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ৪৬০টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী ১০টা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। আরো ৩০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এ পর্যন্ত ১৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তিনি জানান, এই সংযোগ দেয়ার জন্য ৩৬ কোটি ৯১২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বর্তমানে ১৬টি প্রকল্প চলমান আছে এবং আরো সাতটা প্রকল্প বিবেচনাধীন আছে। চেয়ারম্যান জানান, বর্তমানে আরইবির গ্রাহক সংখ্যা এক কোটি ৭৮ লাখ। আগামী জুন মাসে আরো নতুন ২২ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। এতে গ্রাহক সংখ্যা হবে দুই কোটি।
আরইবি জানায়, এবারের সম্মেলনে সমিতিগুলোর সার্বিক কারিগরী বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সমিতির বর্তমান ও ভবিষ্যৎ লোড চাহিদা, সিস্টেম লস কমানো, ওভারলোডেড অথবা ট্রান্সফরমার কমে যাওয়া কমানো, ওভারলোডেড ১১ কেভি ফিডার কমানো, ১-ফেজ ও ৩-ফেজ মিটার পরীক্ষা করাসহ যথাসময়ে গ্রাহক সেবা দেয়ার বিষয়ে আলোচনা হয়।