আবাসিক গ্যাস সংযোগ দেয়া হবে না: প্রতিমন্ত্রী

power minister

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবাসিক রান্নায় আর গ্যাস সংযোগ দেয়া হবে না।
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মতবিমিয়ের সময় তিনি একথা বলেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমানও বাসা বাড়িতে গ্যাস দেয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানান। তিনি বলেন, এখন এলপিজির দামও নির্ধারণ করে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এসময় বিদ্যুৎ সচিব সুলতার আহমেদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও সেসব স্থানে বিকল্প উপায়ে সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চলছে। দেশের সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত রাখতে কাজ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। নির্ধারিত সময়ের আগেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। এখন সকলে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। সেটাও সময়মতো হবে।মুজিববর্ষেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। তিনি বলেন, সরকারের বর্তমান মেয়াদেই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। ৩/৪ বছরের মধ্যে ডিপিডিসির সব এলাকার বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ করা হবে। আগামী বছর ধানমন্ডিতে প্রথম এর কাজ শুরু হবে। ভূ-গর্ভস্থ লাইনে ঝড়-বৃষ্টিতেও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। সিস্টেম লস কমানো যাবে। গ্রহকের ভোগান্তি কমবে।
আগামী দুই বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়ে তিনি বলেন, আমিনবাজারে ৩৬ এবং নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে।