আবুধাবিতে জ্বালানি সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবে নসরুল হামিদ

‘বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলনে’ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী ১৫-১৬ই জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে টেকসই জ্বালানি সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘ভবিষ্যতে শহরের জ্বালানি ও পানি’ শীর্ষক এই প্রবন্ধে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরবেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হবে এই প্রবন্ধে। বাংলাদেশের সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির অবস্থা নিয়ে আলোচনা হবে সম্মেলনে।

আবুধাবি টেকসই জ্বালানি সপ্তাহে বিশ্বের ১৫০ দেশের ৩০ হাজার জন অংশ নেবে। বিভিন্ন দেশের নীতি নির্ধারক, ব্যবসায়ি, উদ্যোক্তারা অংশ নেবে এতে। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে মতবিনিময় হবে। এই আলোচনা দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।