আবু বকর সিদ্দিকী জ্বালানি সচিব
ডাক ও টেলিযোগাযোগ সচিব আবুবকর সিদ্দিকীকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রদবদল সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়। জ্বালানি সচিব ছাড়াো সচিব ও সচিব পদমর্যাদার চারটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের সচিব ফজলুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
বাকি তিনজনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। একই বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। আর মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক আশরাফ হোসেনকে বেসরকারিকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।