সৌদি-আমিরাত নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা চুক্তি
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জয়েন্ট ক্লিন এনার্জি প্রজেক্ট ও গ্রীন টেকনোলজি বিনিয়োগ ফান্ড জোরদারের উদ্যোগ নিয়েছে। এ লক্ষে আমিরাতের মাসদার এবং সৌদির কিং আবদুল্লাহ সিটি এক চুক্তিতে স্বাক্ষর করে। আবুধাবির কার্বনশুন্য সিটি মাসদারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মাসদার সিটির এক ই-মেইল বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে সৌর, বায়ু ও জল প্রকল্পসহ যৌথ প্রকল্প এবং ক্লিন এনার্জির গবেষণা ও উন্নয়নের রূপরেখা রয়েছে।
আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়িদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিবেশী সৌদি আরবের দূর ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের উল্লেখ করে এ চুক্তির প্রশংসা করেন। একই সঙ্গে তিনি চুক্তিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
মাসদার সিটি এক বছর আগে ৬শ’ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আবুধাবির মরু অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় সোলার পার্ক শামস-১ উদ্বোধন করে।
উল্লেখ্য, সৌদি আরবের জ্বালানি উৎস বহুমুখী করতে আনবিক ও নবায়নযোগ্য জ্বালানির জন্য ২০১০ সালে কিং আবদুল্লাহ সিটি প্রতিষ্ঠিত হয়।