আরইবির গ্রাহক এখন ১ কোটি ৩২ লাখ
অক্টোবর মাসে গ্রামীণ এলাকায় ৩ লাখ ১ হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে আরইবি। চলতি অর্থ বছর মোট ৩০ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেবে আরইবি। এছাড়া ৩ লাখ সেচ গ্রাহককে সংযোগ দিয়েছে। সব মিলিয়ে চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরইবির গ্রাহক সংখ্যা এখন এক কোটি ৩২ লাখ।
এ বিষয়ে আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন বলেন, পল্লী বিদ্যুতে আর কোন আবেদন অপেক্ষমান থাকবে না। অপেক্ষমান সব আবেদনের প্রেক্ষিতে সংযোগ দিয়ে দেয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ থাকবে না এমন কোন গ্রাম বা বাড়ি রাখা হবে না। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো হবে। ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছানো হবে। আবাসিক গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ দেয়া হচ্ছে।
২০২১ সালের মধ্যে এক লাখ ৩০ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন, এক হাজার ১০৭টি উপকেন্দ্র, প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন করা, ৫৪ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস এক অংকে আনাসহ নানা পরিকল্পনা নিয়েছে আরইবি।
নতুন সব আবেদনের জন্য প্রায় এক হাজার ৬৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। প্রতিমাসে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ায় ১০০ মেগাওয়াটের মতো বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে।