আরইবির গ্রাহক সংখ্যা এখন পৌনে দুই কোটি
গ্রামে বিদ্যুৎ সংযোগের পরিমাণ বাড়ছে। গত ডিসেম্বর পর্যন্ত আরইবি এক কোটি ৭৫ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ৭৯টি সমিতির মাধ্যমে এই সংযোগ দেয়া হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) জানায়, ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়ার লক্ষে সরকারের কার্যক্রমের অংশ হিসেবে এই সংযোগ দেয়া চলছে। নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার পাশাপাশি প্রতিমাসেই নতুন লাইনও সম্প্রসারণ করা হচ্ছে।
আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন বলেন, পল্লী বিদ্যুতে আর কোন আবেদন অপেক্ষমান থাকবে না। অপেক্ষমান সব আবেদনের প্রেক্ষিতে সংযোগ দিয়ে দেয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ থাকবে না এমন কোন গ্রাম বা বাড়ি রাখা হবে না। আবাসিক গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ দেয়া হচ্ছে।