আরইবির গ্রাহক ১ কোটি ২৬ লাখ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) আগস্ট মাসে তিন লাখ ৩০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। সব মিলে বর্তমানে আরইবির গ্রাহক সংখ্যা এখন এক কোটি ২৬ লাখ।
আরইবি সূত্র জানায়, গত জুন মাসে তিন লাখ ৪২ হাজার ৭৩৯টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মে মাসে দেয়া হয়েছে প্রায় তিন লাখ। গত ছয় মাসে সংযোগ দিয়েছে তেরো লাখ ৫০ হাজার। একইসঙ্গে জুন মাস পর্যন্ত দুই লাখ ৮৩ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে।
আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী প্রত্যেক পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে কাজ করেছে আরইবি। এই লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ করা হচ্ছে।
আরইবি জানায়, গ্রাহক সেবার মান বাড়াতে আরইবি বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে ২০২১ সালের মধ্যে ১ লাখ ৩০ হাজার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ, ১,১০৭টি উপকেন্দ্র নির্মাণ, ৫টি নতুন প্রকল্প নেয়া, প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৫৪ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নামানো ইত্যাদি।
চলতি বছর আরইবি ৩ লাখ সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তিন হাজার শহীদ বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়া শুরু করেছে। এছাড়া ১৫ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ ইউনিট বিল মওকুফ, আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ৫৩৬টি গ্রামের ৪০ হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেয়া, ১৫ হাজার ২৫০টি সোলার হোম সিস্টেম স্থাপন, ৪০টি সৌর সেচযন্ত্র স্থাপন এবং ১৫টি উপজেলা সদরের প্রত্যেকটিতে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করেছে।
আরইবিতে বর্তমানে ৭৭টি সমিতি আছে। আরইবিতে বিদ্যুতের চাহিদার পরিমাণ চার হাজার মেগাওয়াট যা দেশের মোট চাহিদার প্রায় অর্ধেক।