আরইবি সেরা করদাতা পুরস্কার পেল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সেবাখাতের জাতীয় পুরস্কার পেয়েছে। ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় মূসক দিবস-২০১৫ এর অনুষ্ঠানে আরইবিকে এই পুরস্কার দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর কাছ থেকে আরইবি চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এ পুরস্কার নেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক ও এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ এ সময় উপস্থিত ছিলেন।