আরও ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াবে ইরান

ইরানের নিষেধাজ্ঞা উঠে গেলে তাদের দৈনিক উৎপাদন আরো পাঁচ লাখ ব্যারেল বাড়াবে।

রোববার এক বক্তৃতায় দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ইরানের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদনের হার পাঁচ লাখ ব্যারেল। নিষেধাজ্ঞা উঠে গেলে উৎপাদনের হার দৈনিক দশ লাখ ব্যারেলে উন্নীত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক-এ এ ব্যাপারে আমি চিঠি দিয়েছি। আমি বলেছি, নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং আমরা ফিরে আসছি।

বর্তমানে অপরিশোধিত তেল উৎপাদনে রাশিয়ার পরই সৌদি আরবের অবস্থান। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) ২০১২ সালে এক হিসাবে জানায়, দিনে গড়ে ১ কোটি ১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে রাশিয়া বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। এরপরই দিনে ৯৭ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব।