আশুগঞ্জের বিদ্যুৎ সঞ্চালনে ভুলতায় উচ্চক্ষমতার সাবস্টেশন
আশুগঞ্জে নির্মাণাধীন কেন্দ্রের বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালন করতে নারায়ণগঞ্জের ভুলতায় উচ্চ ক্ষমতার সাবস্টেশন নির্মান করা হচ্ছে। ৪০০/২৩০ কেভি গ্রীড সাবস্টেশনটি নির্মাণ করছে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। সেখানে ৫২০ এমভিএ ক্ষমতার দু’টি ট্রান্সফরমার স্থাপন করতে এবিবি ইন্ডিয়া ও এবিবি এজি (জার্মানি) কাজ পেয়েছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পিজিসিবি এবং এবিবি’র মধ্যে এ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে।
পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং এবিবি’র পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যোস জোসেফ চুক্তিতে সই করেন। এসময় পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, আগামী ২৪ মাসের মধ্যে সাবস্টেশন নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে এবিবি। সাবস্টেশন করতে ২৩৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে।
আশুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দু’টি নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপন করছে। সেখানে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভবিষ্যতে এই উৎপাদন ক্ষমতা আরও বাড়বে। পিজিসিবি ২০১৩-১৪ অর্থবছরে ‘আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প’ শীর্ষক কর্মসূচী হাতে নেয়। প্রকল্পের আওতায় একটি সাবস্টেশন, ৭০ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং আট কিলোমিটার ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। এর আগে গত ২০ মে আলাদা আলাদা চুক্তিতে আশুগঞ্জ থেকে ভুলতা পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণে ভারতীয় প্রতিষ্ঠান কেইসি ইন্টারন্যাশনালকে দায়িত্ব দিয়েছিল পিজিসিবি।