আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে হঠাৎ একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি চূর্ণ-বিচূর্ণ হয়ে সিএনজি স্টেশনের অপারেট শামীম মারা যান। আহত হন আরো ৫ জন।