আশুলিয়ায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার আশুলিয়ার জিরানী বাজারের বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন।
তিতাস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী এলাকার বিভিন্ন গ্রামে এলাকার প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এলাকাবাসী প্রভাবশালীদের ৩০-৪০ হাজার টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছেন বলে তিতাস কর্তৃপক্ষকে বাধা দেন। এসময় সংযোগ বিচ্ছিন্ন করতে আসা তিতাসের লোকজন এলাকাবাসীর তোপের মুখে পড়েন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় অবৈধ গ্যাস সংযোগের কারণে জিরানী বাজার এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় তিতাস।