আস্তে ঘুরবে পৃথিবী!
চলতি বছরে আস্তে ঘুরবে পৃথিবী! আর তাই জন্যে নাকি ২০১৫ সাল এক সেকেন্ড বড় হতে চলছে। দ্য মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্যারিসের ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা মনে করছেন এই লিপ সেকেন্ড যোগ হবে ৩০ জুন তারিখে। বিজ্ঞানীদের আশঙ্কা ওই সময় ক্রাশ করতে পারে বিশ্বের সমস্ত ইন্টারনেট সাইটগুলি।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিন সেকেন্ডের ২ হাজার ভাগ কমে যাচ্ছে। ২০১২ সালে লিপ সেকেন্ড যুক্ত হওয়ার সময় মোজিলা, রেডিট, লিঙ্কডিনের মতো সাইটগুলি ক্রাশ করেছিল। ইউএস নাভাল অবজারভেটরির বিজ্ঞানী নিক স্টামাটাকোস জানাচ্ছেন, এই বাড়তি সেকেন্ড অ্যাটমিক ঘড়ির সঙ্গে যোগ হওয়ার ফলে জুন মাসের ৩০ তারিখে ৮৬,৪০০ সেকেন্ডের বদলে হবে ৮৬,৪০১ সেকেন্ড। এজন্যে গুগল নিয়ে এসেছে লিপ স্মিয়ার পদ্ধতি যা ধীরে ধীরে সিস্টেমের ঘড়ির সঙ্গে মিলিসেকেন্ড যোগ করবে লিপ সেকেন্ডে আসার অনেক আগে থেকেই। ফলে বোঝা যাবে না সময়ের হেরফের।– ওয়েবসাইট।