ইউনাইটেড পাওয়ারকে পুঁজিবাজারের ‘জেড’ বিভাগে না পাঠানোর নির্দেশ

আশুগঞ্জ ইউনাইটেড বিদ্যুৎকেন্দ্র

ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিকে (ইউপিজিডিসিএল) পুঁজিবাজারের তালিকায় ‘জেড’ বিভাগে না পাঠানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
গত ৬ই ডিসেম্বর উচ্চ আদালতে ইউনাইটেড পাওয়ার কোম্পানির বার্ষিক সাধারণ সভা দেরি বিষয় আবেদন জমা দেয়। কোম্পানিটি আগামী ২৭শে জানুয়ারি বার্ষিক সাধারণ সভা করবে। উচ্চ আদালত বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও দুই স্টক এক্সচেঞ্জকে ইউনাইটেড পওয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে না দেয়ার নির্দেশ দিয়েছে। গত ১৩ই ডিসেম্বর উচ্চ আদালত এই নির্দেশনা দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে পারবে না।