ইউরেনিয়াম সরবরাহে হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার সমঝোতা

হাঙ্গেরির একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম সরবরাহে হাঙ্গেরি ও রাশিয়ার ইউরাটম সাপ্লাই এজেন্সির (ইসা) মধ্যে সমঝোতা হয়েছে। সম্প্রতি হাঙ্গেরির স্থানীয় একটি সংবাদ সংস্থায় দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ জানোস লাজার এ তথ্য জানান। হাঙ্গেরির পাকস আণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধিন দুইটি ইউনিটে এ জ্বালানি সরবরাহ করা হবে।
লাজার জানান, শিগগিরই ইউরোপীয় কমিশন রুশ-হাঙ্গেরি চুক্তিটি অনুমোদন করবে। সংশোধিত চুক্তি অনুযায়ী রাশিয়া প্রথম ১০ বছর পাকস্ প্রকল্পে ইউরেনিয়াম সরবরাহ করতে পারবে।
গত বছর ১ হাজার ২০০ মেগাওয়াট করে ক্ষমতার দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করে হাঙ্গেরি। এই প্রকল্পে সহজ শর্তে ১০ বিলিয়ন ইউরো ঋণ দেবে রাশিয়া। লাজার জানান, হাঙ্গেরি ইউরোপীয় কমিশনের শর্ত মেনে নিয়েছে এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তি সম্পাদনে ফিনল্যান্ডের মডেল অনুসরণ করবে।
সম্প্রতি ফিনল্যান্ডের একটি বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে।