ইউরোপে রপ্তানি করা গ্যাসের বিল রুবলে নেয়ার ঘোষণা রাশিয়ার

ইবি ডেস্ক:

প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিল রুবলে নেওয়া শুরু হতে পারে বলে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া।

রাশিয়া গ্যাজপ্রমকে রপ্তানি করা গ্যাসের মূল্য রুবলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ কার্যকরে তাদের হাতে সময় আছে আর ৪ দিন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা যেসব দেশ মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য রুবলে অর্থ শোধ করার সিদ্ধান্তটি ভাবিয়ে তুলেছে।

রাশিয়ার অর্থনীতি এখন সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সময়ে সবচেয়ে বড় চাপে পড়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রাশিয়ার সম্পদ জব্দ করে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। তাই রাশিয়াও নিজেদের পণ্য রপ্তানি করে ডলার বা ইউরো নেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস কোম্পানি

ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের গবেষক জনাথন স্টার্ন বলেছেন, ইউরোপীয় ক্রেতাদের রুবলে পণ্য পরিশোধ খুব কঠিন হবে। বেশিরভাগ ক্রেতার জন্য এটা করাটা সম্ভবও হবে না। বিশেষ করে এই অল্প সময়ের মধ্যে।

তিনি বলেন, গ্যাজপ্রম যদি রুবলে পণ্য পরিশোধে চাপ দেয় এবং রুবল না পেলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে আমার দৃষ্টিতে সেটা হবে চুক্তির লংঘন।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে চেষ্টা করেছে। কিন্তু এমন স্বল্পমেয়াদী বিকল্প খুব একটা নেই।

জার্মানির অর্থমন্ত্রী জার্মান জ্বালানি সরবরাহ কোম্পানিগুলোকে গ্যাসের মূল্য রুবলে পরিশোধে মস্কোর দাবি না মানার পরামর্শ দিয়েছেন।