ইজিবাইকের জন্য সৌর স্টেশন

দেশের প্রথম ইজিবাইকের জন্য সৌর বিদ্যুৎ স্টেশন চালু হতে যাচ্ছে। রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চার্জিং স্টেশনটি স্থাপন করেছে। এই স্টেশন থেকে প্রাথমিকভাবে একসঙ্গে ২০ থেকে ২২টি ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়া যাবে।
সূত্র জানায়, সৌর চার্জ স্টেশনটি নির্মাণে আরইবি নিজস্ব তহবিল থেকে ৫০ লাখ টাকা খরচ করা হয়েছে। কেরানীগঞ্জের রুহিতপুরের সানি ফিলিং স্টেশনের ছাদের ওপর এটি স্থাপন করা হয়েছে। এখানে কোন জমির প্রয়োজন হয়নি। ফিলিং স্টেশনটির ছাদ ভাড়া নিয়ে স্টেশনটি স্থাপন করা হয়েছে। গত ১০ দিন পরীক্ষামূলক এখানে ইজিবাইক চার্জ দেয়া হচ্ছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শুক্রবার এই সৌর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. রবিউল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে  একটি ইজিবাইকের কাছ থেকে ৫০ টাকা করে নেয়া হচ্ছে। কয়েকদিন পরীক্ষামূলক স্টেশনটি চলছে। এখনও কোন অভিযোগ যাওয়া যায়নি। তিনি জানান, সারাদিন ইজিবাইক চালানোর পর রাতে চালকরা আসেন। নিজস্ব ব্যাটারিতে ধরে রাখা সৌর বিদ্যুৎ তাদের ব্যাটারিতে দেয়া হয়।