ইডকলের বিনিয়োগে গাজিপুরে প্যারাগন পোল্টি খামার ছাদে সৌর বিদ্যুৎ

গাজিপুরে ৭২৩ কিলোওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করেছে প্যারাগন পোলট্রি লিমিটেড। খামারের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ইডকল এই বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বোরবার রাজধানীর হোটেল সোনারগাওঁ হোটেলে এই বিদ্যুতের উদ্বোধন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, ইডকল-এর নির্বাহী প্রধান মো. মাহমুদ মালিক, ‘প্যারাগন পোলট্রি লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও জার্মানীর উন্নয়ন সংস্থা কেএফডাব্লিও এর আঞ্চলিক পরিচালক রেজিনা মারিয়া শ্চনেইডার বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াশ চালাতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় এবং দক্ষ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ছে। নেট মিটারিং পদ্ধতি প্রায় চূড়ান্ত পর্যায়। এটি কার্যকর হলে ছাদে সৌর বিদ্যুৎ আরো জনপ্রিয় হবে।
তিনি বলেন, ছাদের সৌর বিদ্যুৎ পেলে বিল কম হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্যারাগনের মতো  অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে ছাদ ব্যবহার করার আহ্বান জানান তিনি। বলেন, ছাদে সৌর লাগালে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। গ্রীন বিল্ডিং করাকেও উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন।
‘প্যারাগন পোলট্রি লি:-এর ছাদে সৌর বিদ্যুৎ করতে মোট ৫ কোটি ৮০ লাখ টাকা লাগবে। এরমধ্যে ৮০ ভাগ টাকা ছয় শতাংশ সুদে ঋণ দিয়েছে ইডকল।