ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আগুন: এক ইউনিট বন্ধ

নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয়ে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ৪০ মেগাওয়াট। রোববার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৪০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। ঘাটতি মোকাবিলায় মেরামতে থাকা কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার তিন নম্বর ইউনিটটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্বাবধায়ক) প্রকৌশলী শাহজালাল ভূইয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে ইনসুলেশনটি মেরামত করা হবে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি আবার উৎপাদনে যেতে পারবে। একই সঙ্গে মেরামতের জন্য বন্ধ তিন নম্বর ইউনিটটি আগামী দুই দিনের মধ্যে চালু হবে। এতে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হবে।
প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। এদের মধ্যে ৫৫ মেগাওয়াট ক্ষমতার দুই নম্বর ইউনিট থেকে ৪৫ মেগাওয়াট, ২১০ মেগাওয়াট ক্ষমতার ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে যথাত্রক্রমে ২০, ১৮০ ও ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। টারবাইন জেনারেটরে আগুন লেগে চার বছর বন্ধ আছে ২১০ মেগাওয়াট ক্ষমতার ছয় নম্বর ইউনিটটি। ফলে বর্তমানে ৯৫০ মেঘাওয়াট ক্ষমতার কেন্দ্রটি থেকে ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।