ইন্টারনেটে গ্যাস বিল দেয়া যাবে

ইন্টারনেটের মাধ্যমে গ্যাসের বিল শোধ করার পদ্ধতি যোগ করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস গ্যাস)। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডসহ যে কোন কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্যাস বিল শোধ করা যাবে।
এ বিষয়ে সোমবার তিতাস গ্যাসের কাওরান বাজার কার্যালয়ে সংশ্লিষ্ট আইটি কোম্পানির সাথে চুক্তি করেছে।
এই পদ্ধতি চালু হওয়ার পর গ্রাহকদের আর ব্যাংকে কিংবা বিক্রয় কেন্দ্রে যাওয়া লাগবে না। যে কোন স্থান থেকে বিল শোধ করতে পারবে। বিল শোধ করার সাথে সাথে গ্রাহকের সকল তথ্য সয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। মাসিক বিল তৈরী হওয়ার পর গ্রাহককে এসএমএস দেয়া হবে। এরপর সে বিল শোধ করতে পারবে।
এই সেবা ভোগ করার আগে গ্রাহককে রেজিস্টেশন করতে হবে। রেজিস্টেশন করা হলে গ্রাহককে নতুন একটি পিন নম্বর দেয়া হবে। সেই নম্বর অনুযায়ি সে যখন তখন তার বিল শোধ এবং হালনাগাদ পরিস্থিতি দেখতে পাবে।
চুক্তি অনুযায়ি আগামী অক্টোবর মাস থেকে গ্রাহক এই সেবা পাবে। আগামী আটমাসে এবিষয়ে সফটওয়্যার তৈরী করা হবে। এই সফটওয়ার তৈরীর জন্য নয় কোটি ৮৯ লাখ ৮০ হাজার ২০০ টাকা খরচ করছে তিতাস।
সফটওয়্যার তৈরীর কাজ যৌথভাবে করবে এমএস ডিভাইন আইটি লিমিটেড বিজনেসল্যান্ড এবং রাইটব্রায়ান সল্যুউশান। এবিষয়ে এই দুই কোম্পানির সাথে সোমবার তিতাস গ্যাসের চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অন্যদের মধ্যে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম, কোম্পানি সচিব মুশতাক আহমদ, ডিভাইন লিমিটেড এর প্রধান নির্বাহী আশরাফ উদ্দিন মুকুটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাসের প্রায় ১৮ লাখ গ্রাহক আছে। প্রত্যেক গ্রাহক এই সেবা নিতে পারবে।