ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া না গেলেও ঘরবাড়ি ক্ষয়ক্ষতির খবরের কথা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে জারি করা হয়নি কোনো সুনামি সর্তকতা।

স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে একটার দিকে উপকূলীয় আলোর দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৪.৩ কিলোমিটার।