ইরানের পরমাণু আলোচনার সময় বাড়লো
তেহরানের পরমাণু ইস্যুতে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য পাঁচটি দেশ আলোচনার সময়সীমা আরো চার মাস বাড়াতে একমত হয়েছে। ইরানের ২০ শতাংশ ইউরেনিয়াম জ্বালানিতে রূপান্তরিত করার শর্তে ইরানের ২.৮ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন এস্টন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ ভিয়েনাতে এক যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন।
ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনবে এই শর্তে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা কমিয়ে আনার ইঙ্গিত দেয়া হয়েছে এই আলোচনায়। বহুদিন ধরে বিশ্বের ক্ষমতার দেশগুলো সন্দেহ করে আসছে ইরান পারমাণবিক শক্তি বৃদ্ধি করে চলেছে। অন্যদিকে ইরান তা প্রত্যাখ্যান করে আসছে। ইরানের দাবি পারমাণবিক শক্তি স্টেশন এবং চিকিত্সার উদ্দেশ্যে তারা পারমাণবিক গবেষণা করছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে এবং নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত আলোচনার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। ক্যাথেরিন এস্টন এবং মোহাম্মদ জাবেদ জারিফের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য পরিমাণ ফাঁক-ফোকর রয়েছে। এসব বিষয়ের সুষ্ঠু সমাধান করার স্বার্থেই আরো সময় এবং উদ্যোগ নিতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বর্ধিত সময়সীমা পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তবে এই সময়ের মধ্যে ইরান তাদের ইউরেনিয়ামের ২০ শতাংশ জ্বালানিতে রূপান্তরিত করলে তাদের ২.৮ বিলিয়ন ডলারের তহবিল ব্যবহার করার সুযোগ পাবে ইরান।