ইরান থেকে তেল কিনতে চায় বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট আছে। তা কাটাতে তেল-গ্যাস প্রয়োজন। ইরান বাংলাদেশে তেল-গ্যাস রপ্তানি করার আগ্রহ দেখিয়েছে।
বুধবার সচিবালয়ে ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা মোহাল্ফ§দ রেজা মওদোদীর সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সালাহ উদ্দিন আকবর, অতিরিক্তি সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ইরান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসানের পর ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ইরান থেকে তেল ও গ্যাস আমদানি করতে চাইছে বাংলাদেশ। তিনি জানান, তেল আমদানি করার একটা সিদ্ধান্তও আমাদের আছে। বর্তমানে সরকারিভাবে (জিটুজি) ৫০ ভাগ তেল আমদানি করা হয়। বাকি ৫০ ভাগ দরপত্রের মাধ্যমে। ইরান আগ্রহ দেখালে অবশ্যই সেখান থেকে আমদানি করা হবে। আগামী মার্চে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরান সফরে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তোফায়েল আহমেদ বলেন, বড় আকারে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করতে চাই। মধ্যপ্রাচ্যে ইরান একটি বড় বাজার। তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, চামড়াজাত দ্রব্যের জন্য ইরান ভালো বাজার।
রেজা মওদোদী বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের অনেক সামঞ্জস্য আছে। এগুলোকে কাজে লাগিয়ে আমরা অচিরেই একটি দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারি।