ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে বিনিয়োগ করবে ফ্রান্স
জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে বিনিয়োগ করবে ফ্রান্স। দ্রুত সময়ে এবিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা সই হবে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত সুফিই অ্যবার্ট সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইস্টার্ন রিফাইনারির বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি দেশ। বাংলাদেশের কুটির শিল্প, জামদানি ও বেনারশি শাড়ি ইত্যাদি সৌন্দর্য্য ও ঐতিয্যপূর্ণ বিষয় ফ্রান্সে রপ্তানি করা যেতে পারে। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য ফ্রান্সের কোম্পানি টেকনিপের সাথে দ্রুত সমঝোতা স্মারক সই করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।