ঈদগাহে মানুষের ঢল

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।”

এক মাস রোজার পর আনন্দের বারতা নিয়ে এল মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ।

সকাল বেলা সাড়ে ৮টায় রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পড়ে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষ। শিশু-কিশোররা এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে।

জাতীয় ঈদগাহ মাঠে এবারও প্রবেশ করতে হয়েছে সারিবদ্ধভাবে। প্রধান ফটকে বসানো আর্চওয়ের মধ্যে দিয়ে যেতে হয় নিরাপত্তা রক্ষায়।

প্রধান ফটকের লাইন চলে যায় পল্টন মোড় পর্যন্ত। উত্তরে লাইন ঠেকে মৎস্য ভবন মোড় ও দক্ষিণে বঙ্গবাজার পর্যন্ত।

মৎস্য ভবন, বঙ্গবাজার, পল্টন, জিপিও মোড় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ বলয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করতে বেরিকেড দিয়েছে পুলিশ।

এদিকে প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হচ্ছে ঢাকায় বায়তুল মোকাররমে।