ঈদের রাত থেকে পরের দিন পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এ সময় আবাসিকসহ অন্য গ্রহকদেরও কিছুটা গ্যাস ঘাটতি হতে পারে।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণ করা হবে। এজন্য এই সময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।
শেভরণ কর্তৃপক্ষ জানায়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এজন্য ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ঈদের সময় গ্যাসের চাহিদা কম থাকার কারণে এই সময়ে রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আবাসিক গ্রাহকদের গ্যাস সংকট হবে না। তবে বাণিজ্য ও শিল্পখাতে কিছুটা সংকট হতে পারে।
জ্বালানি বিভাগ জানায়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটের বিবিয়ানা দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম। এটি পরিচালনা করছে শেভরণ বাংলাদেশ। দেশের উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশই আসে এই গ্যাসক্ষেত্র থেকে। মঙ্গলবার এই ক্ষেত্র থেকে ১২০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে।