ঈদের রাত থেকে রাজশাহী বিভাগ ও সাভারসহ বিভিন্ন স্থানে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য ঈদুল ফিতরের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সাভার অঞ্চল ও রাজশাহী বিভাগে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটিসিএল-৩০ ইঞ্চির ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর আগে) গ্যাস সঞ্চালন পাইপ লাইনের হুক-আপ কাজ ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে।
“এ কার্যক্রম চলাকালে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।”
ঈদ ও সরকারি ছুটির সময়ে গ্যাস কোম্পানির এমন উদ্যোগে সমস্যা হবে বলে জানিয়েছেন গ্রাহকরা।
সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মহল্লার বাসিন্দা সুলতানা পারভীন স্বপ্না বলেন, “ঈদে রান্নার চাপ বেশি থাকে। এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখলে আমরা ভোগান্তিতে পড়ব। হঠাৎ এমন সিদ্বান্তে রান্নার জন্য বিকল্প ব্যবস্থা করাও মুশকিল হবে।”
সঞ্চালন ও বিতরন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৩রা মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজধানীর আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সাথে গাবতলি, মাজার রোড, কল্যাণপুর শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।