ঈদে ৭ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
আসন্ন ঈদ উল আযহার আগে ও পরে তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ও তৃতীয় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনা কর্মশালার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী।
এ সময় তিনি জানান, ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। শুধু গরু, খাদ্য, ওষুধ, পচনশীল দ্রব্য ও জরুরি রফতানি পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে।