বিদ্যুৎ না দিতে পেরে বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

উত্তরাঞ্চলে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় দু্ঃখ্ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে কৃষি, বাণিজ্য সব ক্ষেত্রেই ভোগান্তি হচ্ছে।
আজ এক বিবৃতিতে এই দূঃখ্ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ।
বিবৃতিতে বলা হয়, গত ১লা মে টর্নেডোতে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের টাওয়ারটি ভেঙ্গে যাওয়ায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে মেরামত চলতে থাকায় উত্তরাঞ্চলে চাহিদা মতো বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হচ্ছে না। তবে  রোজার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

গ্রিড বিপর্যয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও উত্তরের বিদ্যুত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দেশের উত্তরাঞ্চলের সব জেলায় দিনে চার ঘণ্টার বেশি লোডশেডিং করতে হচ্ছে।