উত্তরায় নতুন উপকেন্দ্র করছে ডেসকো
রাজধানীর উত্তরায় নতুন একটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)। আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই উপকেন্দ্র স্থাপন করা হবে।
রোববার ৪০/৫৬ এমভিএ ক্ষমতার একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল মো. শাহিদ সারওয়ার, এনডিসি, পিএসসি (অব.) এবং আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিঃ জেনারেল (অব.) ড. সৈয়দ ফজলে রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহিদ সারওয়ার বলেন, উপকেন্দ্রটি নির্মিত হলে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে।