উন্মুক্তখনি করে দিনাজপুরে কয়লা বিদ্যুৎকেন্দ্র করার চুক্তি

জিসিএম রিসোর্সেস পিএলসি এবং পাওয়ার চায়না দিনাজপুরে দুই হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র করার চুক্তি করেছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলে এই বিদ্যুৎকেন্দ্র করা হবে। এতে প্রায় চার বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।
বৃহষ্পতিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে উভয়ের মধ্যে এই চুক্তি হয়েছে।
জিসিএম বাংলাদেশে মোট ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই। এতে সাড়ে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। পরিকল্পনা অনুযায়ি, এই বিদ্যুৎ উৎপাদনে তারা দেশীয় কয়লা ব্যবহার করবে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

অনুষ্ঠানে খনি মুখে বিদ্যুৎকেন্দ্র করার বিভিন্ন উপকারিতা তুলে ধরা হয়।

চুক্তি সই অনুষ্ঠানে জিসিএম নির্বাহী চেয়ারম্যান দাতুক মাইকেল টাং, ডিপন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস খান, পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ডিং ঝেং গু, চায়না চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান লিন ওয়ে কিয়াং ও পাওয়ার চায়না ইউরেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুই জিয়াং লংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জিসিএম এর প¶ে মো. বদরুজ্জামান ও মো. ফিরোজ জামান এবং পাওয়ার চায়নার প¶ে সিয়নেগ লি জিন এবং প্যান ডেনং ইউ চুক্তিতে সই করেন।

জিটিএমের নির্বাহী চেয়ারম্যান ডাতুক মাইকেল টাং পিজেএন বলেন, এই চুক্তি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা বাংলাদেশে জ্বালানি সমস্যা সমাধানের বড় কৌশল হিসেবে কাজ করবে।

জিসিএমের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, এই প্রকল্পে দেশীয় কয়লা ব্যবহার করে বড় আকারে বিদ্যুৎ উৎপাদন করতে সহায়তা করবে।

GCM projecr location