উপকূলে বৃক্ষ রোপনে সহায়তার আশ্বাস এডিবির

বঙ্গোপসাগর

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে সরকার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করারা আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু লোহানি এ আশ্বাস দেন।
পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নানা প্রাকৃতিক দূর্যোগে উপকূলের যে ক্ষতি হচ্ছে তা থেকে রক্ষা পাবার জন্য সরকার ওই অঞ্চলে ব্যাপকহারে বনায়নের পরিকল্পনা নিয়েছে। চলতি বছরই নৌবাহিনীর মাধ্যমে এ কাজ শুরু করা হবে। বিন্দু লোহানি বলেন, শুধু এডিবি নয়, বিশ্বব্যাংকসহ দাতাদেশগুলোও সরকারের এ কাজে এগিয়ে আসবে।
এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এডিবি প্রকাশিত ’এসেসিং দ্যা কষ্ট অব ক্লাইমেট চেঞ্জ এন্ড অ্যাডাপটেশন ইন সাউথ এশিয়া’ (জলবায়ুর ক্ষতি নির্ধারণ এবং দক্ষিণ এশিয়ার অভিযোজন) শীর্ষক রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড় জলোচ্ছাসের কারণে এ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য উপকূলীয় অঞ্চলে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। বাংলাদেশের উন্নয়ন কাজে দাতাদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আকারে ছোট বিশাল জনসংখ্যার এ দেশকে এগিয়ে নিতে অর্থের প্রয়োজন রয়েছে। তবে আশার কথা হলো এই, আগে দাতারা দারিদ্র বিমোচনের কথা বলতো এখন তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের কথা বলে।