উপকূল ও সামুদ্রিক পরিবেশ রক্ষা করুন : জাফর ইকবাল
বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা খুব বেশি ভাগ্যবান। সমুদ্র, প্রকৃতি আমাদের এ ভাগ্য দিয়েছে। এটা রক্ষা করা সম্ভব না হলে আমাদের বেঁচে থাকায় সমস্যা তৈরি হতে পারে।
বুধবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশবিষয়ক বিশেষ সম্মেলন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত প্রচার অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নেয়ামুল নাসের, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ন সম্পাদক শাহজাহান মৃধা বেনু, মিহির বিশ্বাস, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশ এখন খুবই সম্ভাবনাময় একটি রাষ্ট্র। এদেশের সব শিশুরা শিক্ষা অর্জন করছে। একটি জাতি শিক্ষিত হয়ে উঠলে জ্ঞানী বৃদ্ধি পাবে। আজকের বিশ্বে প্রমাণিত সত্য জ্ঞানই সর্বোচ্চ শক্তি। এ শক্তির সাথে সাথে পরিবেশের সম্ভাবনার কথাও বিবেচনা করার আহবান জানান।
মতবিনিময় সভায় জানানো হয় আগামী ৮ ও ৯ জানুয়ারি ঢাকার ফার্মগেইটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ বিষয়ক ৫ টি লক্ষ্য ও ১২ টি বিষয়ে আলোচনা হবে।