উভয়লিঙ্গ প্রজাপতি!

প্রজাপতির নানা প্রজাতি রয়েছে, তা অনেকেই জানেন। বিশেষজ্ঞদের মতে, প্রজাপতির রং দেখেই লিঙ্গ নির্ধারণ করা যায়। অর্থাৎ প্রজাপতিটি পুরুষ না মহিলা। কিন্তু ফিলাডেলফিয়ার ন্যাচারাল সায়েন্সেস অফ ড্রেক্সেল ইউনিভার্সিটি-র একদল বিজ্ঞানীর বিস্ময়ের ঘোর এখনও কাটছে না। তারা এমন একটি প্রজাপতিকে চর্মচক্ষে জন্মাতে দেখলেন, যা অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজাপতিটি লেক্সিয়াস পার্ডালিস প্রজাতির। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেহের মাঝখান থেকে দুটো ভযাগ হয়ে এক অংশে পুরুষ ও অপর অংশে মহিলা।
বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের এক স্বেচ্ছাসেবী ক্রিস জনসনের কথায়, ‘যখন প্রজাপতিটি ধীরে ধীরে তার পাখনা মেলছে, তখন দুটি পাখনার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। দু’দিকই সম্পূর্ণ আলাদা। ‘ এই ধরনের প্রজাপতি অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রক্রিয়াটিকে বলা হয় জিনান্দ্রোমরফিজম। পিউপা থেকে প্রজাপতি হওয়ার প্রক্রিয়ায় কোষের বিন্যাসের সময়ই এটা হয়ে থাকে। কোনো একটি কোষের সেক্স ক্রোমোজোমের ঠিকঠাক বিন্যাস হয় না। তখন কোষটি পুরুষ ও নারী- উভয় দিকেই পরিণত হতে থাকে। যার নির্যাস, অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা প্রজাপতি। আপাতত লেক্সিয়াস পার্ডালিস প্রজাতির এই প্রজাপতি দেখতে ন্যাচারাল সায়েন্সেস অফ ড্রেক্সেল ইউনিভার্সিটি-র মিউজিয়ামে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।