উৎপাদনের মতো সঞ্চালনও বেসরকারি করা উচিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ উৎপাদনের মতো সঞ্চালন ব্যবস্থাও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এখন সারা দেশের বিদ্যুৎ সঞ্চালন এককভাবে পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নে সরকার শুধু একা যেতে পারে না। এজন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রয়োজন। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ২০ ঘণ্টা করে বিদ্যুৎ পাচ্ছে দেশ।
ট্রান্সমিশন লাইনও বেসরকারি খাতে যাওয়া উচিত, প্রতিযোগীতার মাধ্যমে মান উন্নয়নে এটি আমাদের প্রয়োজন।
বেসরকারি অংশীদারিত্ব সঞ্চালন খাতের আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাপ্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বক্তব্য দেন।